বই রিভিউ

অনলাইন ইনকামে হালাল-হারাম? প্রেক্ষাপটঃ একাডেমিক রাইটিং

                 অনলাইন ইনকামে হালাল-হারাম? প্রেক্ষাপটঃ একাডেমিক রাইটিং কিছুদিন ধরেই একটি আইটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপন নজরে পড়ছে যার টাইটেল...

মঙ্গলবার, ৮ আগস্ট, ২০১৭

লক্ষণা বা মেটোনিমি

                                                          লক্ষণা বা মেটোনিমি
ব্যবহারের আধিক্যের কারণে কখনো কখনো কোন গোত্রভুক্ত শব্দ তার গোত্রের প্রতিনিধিত্ব করতে পারে।
যেমনঃ দুপুরের খাবার খেয়েছে কিনা তা জিজ্ঞেস করতে গিয়ে আমরা বলি, ভাত খেয়েছ? দুপুর বেলা অনেক রুটিও খেতে পারে, কিন্তু প্রশ্নের উদ্দ্যেশ্য হল দুপুরের খাবার বা মিল খেয়েছে কিনা তা জানতে চাওয়া।
আবার, অনেকে হয়তবা দোকানে গিয়ে বলে যে ভাই একটা 7 UP দিন তো। দোকনদার হয়তো বা একটা upper 10 ধরিয়ে দিল। ক্রেতা খুশি হয়ে চলে এল। কারন, সে আসলে একটা কোমল পানীয় চেয়েছিল, Pepsico কোম্পানির 7 up উদ্দেশ্য ছিল না। বহুল প্রচলনের কারণে কোমল পানীয়র প্রতিশব্দ 7 up হয়ে গেছে।

ইংরেজিতে  যাকে বলা হয় Metonymy আর বাংলায় এর কঠিন একটি পরিভাষা হলো লক্ষণা।
আরো পড়ুন   বাংলা ভাষাবিজ্ঞানিদের তালিকা   বাংলা সাহিত্যিকদের তালিকা (কালানুক্রমিক)
আহমদ ছফার “বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস” ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি থেকে আমি কি পেলাম?


Contributed by:


B.A in ESOL, Institute of Modern Languages, University of DhaKa