বই রিভিউ

অনলাইন ইনকামে হালাল-হারাম? প্রেক্ষাপটঃ একাডেমিক রাইটিং

                 অনলাইন ইনকামে হালাল-হারাম? প্রেক্ষাপটঃ একাডেমিক রাইটিং কিছুদিন ধরেই একটি আইটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপন নজরে পড়ছে যার টাইটেল...

শনিবার, ৮ ডিসেম্বর, ২০১৮

ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি থেকে আমি কি পেলাম?

                               ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি থেকে আমি কি পেলাম?
                               Dhaka University Research Society  থেকে আমি কি পেলাম?

২০১৭ সালে আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি তখন একদিন কলাভবনের সামনে হেটে যেতেই একটা ওয়ার্কশপের ব্যানার চোখে পড়লো A Candid Journey to Research। Research শব্দটিই তখন কেমন যেন অপরিচিত লাগতো, তাই কৌতুহলবশত সম্ভবত ২০০ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে ফেললাম। সারাদিনের প্রোগ্রামে ICDRB এবং BIDS এর রিসার্চার এবং ঢাবির কয়েকজন প্রফেসর লেকচার দিলেন। গবেষণা সম্পর্কে নানান খুটিনাটি দিক সহজ ভাষায় তুলে ধরলেন। সত্যি করে বলছি, সেদিনটি আমার ঢাবি জীবনের শ্রেষ্ঠ একটি দিন। সেদিনের আয়োজনে পুলকিত হয়ে DURS এর মেম্বার হয়ে গেলাম। তবে সমস্যা হলো আমি নারায়ণগঞ্জ থেকে আসা যাওয়া করে ক্লাস করায় DURS এর সব প্রোগ্রামে ইচ্ছে থাকলেও যোগ দিতে পারতাম না, এখনো পারিনা।  

যাইহোক, একদিন আমার একজন প্রিয় এবং শ্রদ্ধেয় শিক্ষক আমাকে ডেকে বললেন, দিদার তুমি নাকি রিসার্চ সোসাইটি না কোথায় যেন আসা যাওয়া করো? তুমি এসব কাজ করতে চাইলে আমি তোমাকে একটা ছোট কাজ দিবো। আমি তো পুরাই এক্সাইটেড হয়ে রাজি হয়ে গেলাম। স্যার আমাকে ইউরোপীয় একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে এমফিল করছেন এমন একজনের সাথে পরিচয় করিয়ে দিলেন যিনি তার থিসিস লিখছেন। আমাকে তিনি এসাইন্মেন্ট দিলেন তার “লিটারেচার রিভিও” অংশের জন্য কিছু পেপারের সামারি করে দিতে আর থিসিসটার গ্র্যামার ইত্যাদি চেক করে দিতে। এসবের কিছুই জানতাম না তবে ইন্টারনেট আর স্যারের সহায়তায় কাজ করতে করতে শিখে গেলাম। কাজ শেষ হতে না হতেই ওই ভাইয়া জিজ্ঞেস করলেন তোমাকে কত টাকা দিবো? আমি বললাম, কি বলছেন ভাইয়া, ইম্পসিবল! আমি শেখার জন্য কাজ করেছি, টাকা নিবো না। তিনি জোর করে চার হাজার টাকা ব্যাংকে পাঠিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ, সেই থেকে শুরু।

এরপর এই দেড় বছরে অনেক কাজ করলাম। আমার দুলাভাই ফিনল্যান্ড থেকে বিএসসি করেছেন। তিনি থিসিসে এ প্লাস পেয়েছিলেন যেটার প্রুফরিড করেছিলাম আমি। তিনি পাঠালেন ১০ হাজার টাকা। দুলাভাইয়ের এক আফ্রিকান ক্লাস্মেইট এর থিসিস প্রুফরিড করে পেলাম ১৫ হাজার টাকা। এরপর থেকে আমি পকেট মানির জন্য টিউশনি ছেড়ে রিসার্চ রিলেটেড কাজ আর অনুবাদ শুরু করলাম। এবছর রমজানের সময় DURS এর গ্রুপে একজন গবেষকের জন্য Research Assistant Needed লেখা একটি সার্কুলার দেখলাম, কিন্তু হতাশ হলাম কারণ যোগ্যতা চাওয়া হয়েছে এমফিল বা মাস্টার্স আর ডিসিপ্লিনও ভিন্ন। আমি বাচ্চা মানুষ, পড়ি মাত্র থার্ড ইয়ারে। ভাবলাম এপ্লাই করতে তো দোষ নেই! আলহামদুলিল্লাহ সিলেক্টেড হয়ে গেলাম। দেখা পেলাম অত্যন্ত মেধাবি এবং আন্তরিক একজন গবেষকের যার নির্দেশনায় গত চার মাস ধরে কাজ করছি এবং অনেক অনেক কিছু শিখছি। বোনাস হিসেবে ইতোমধ্যে পেয়েছি ১৬ হাজার টাকা and it goes on। সবচেয়ে বড় ব্যাপার হলো আমি যা শিখেছি তা কখনোই টাকার অংকে মুল্যায়ন করা যাবে না।

                                                                         
Dhaka University Research Society
Dhaka University Research Society

সারকথা হলো আমার এতকিছু শেখার পেছনে মূল ক্রেডিট টা কিন্তু DURS এর। আমি ঢাবিতে শুধুমাত্র এই একটি সংগঠনের সাথেই জড়িত তাও আবার বেশিরভাগ সময় ফিজিক্যালি উপস্থিত থাকতে পারি না।  তবুও DURS থেকে আমি আমার বেস্ট টা নেয়ার চেষ্টা করেছি। আমি আশা করি, DURS আমার মতো আপনাদের সবাইকে আলোকিত করে যাবে ইংশাল্লাহ।       
  
নোটঃ রিসার্চ রিলেটেড কাজ করে বৈধ বা হালালভাবে যেমন উপার্জন করা যায় তেমনি অবৈধভাবেও করা যায়। এ ব্যাপারে পরবর্তীতে একটি পোস্ট দেয়ার চেষ্টা করবো ইংশাল্লাহ।

1 টি মন্তব্য:

  1. The 13 Best Casinos in Biloxi - MapYRO
    › gambling › the-13-best-casinos 영주 출장마사지 › gambling › the-13-best-casinos The 13 Best Casinos in Biloxi · Hollywood Casino Biloxi 하남 출장안마 · Tropicana Biloxi · The Cromwell 안산 출장마사지 Hotel & Casino Biloxi · Casino Biloxi · 수원 출장샵 The Fairway · Isle 포항 출장안마 of Capri Casino Biloxi.

    উত্তরমুছুন